Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গীর্জা
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ

প্রতিষ্ঠান প্রধানের নাম
গীর্জা
পদবি
গীর্জা
মোবাইল
01913988379
ঠিকানা
সাধারন পর্য়টনের জন্যে খাকা খাবারের ব্যবস্থা আছে । পাকা রাস্তাযোগে যাতায়াত করা যায় ।ঝিনাইদহ হইতে এই ইউনিয়নের দুরুত্ব ১৬ কিলোমিটার, এটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রোডের মাঝামাঝী সাধুহাটি বাজারে অবস্থিত । বাস,টেম্পু, মোটরসাইকেল ইত্যাদি যে কোন প্রকার যানবাহনে যাতায়েত করা যায়।
ইতিহাস

গির্জা বা গীর্জ্জা খ্রিষ্টানদের গণউপাসনালয়, যেখানে খ্রিস্ট সম্প্রদায়ের সভ্যরা সমবেত হয়ে ঈশ্বরের আরাধনা করেন। ২য় খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্ট ধর্মালম্বদের কোন গণ উপাসনা মন্দির স্থাপিত হয়নি, উপাসনা ছিল একান্ত বিষয়। যীশু খ্রিস্টের তিরোধানের পর তাঁর অনুসারীরা নিজ গৃহে, দূর প্রান্তরে, নির্জন সমাধি ক্ষেত্রে ইত্যাকার স্থানে, একান্তে, ঈশ্বরের উপাসনা করতেন। সেন্ট জন গির্জা, কলকাতা. গির্জা শব্দটির ইংরেজী প্রতিশব্দ Church, যার ব্যুৎপত্তি গ্রিক থেকে এবং অর্থ "ঈশ্বরের মন্দির"।, তবে পরবর্তীতে ইংরেজী চার্চ বলতে খ্রিস্টের অনুসারীদের ধমদর্শন বুঝানো হয়, যেমন অর্থোডক্স চার্চ, ক্যাথলিক চার্চ, প্রোটেস্টান্ট চার্চ ইত্যাদি। খ্রিস্টানদের বাইবেলে গির্জা শব্দটি নেই।